অসুস্থ অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
অসুস্থ অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

Truth Of Bengal: হঠাৎ করেই অসুস্থ টলিউডের জনপ্রিয় অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। ২৫ ডিসেম্বর তাঁকে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, নতুন ছবির শুটিং শেষ করে কলকাতা ফিরতেই হঠাৎ গলা ব্যথা শুরু হয়ে যায় অভিনেতার। সঙ্গে জ্বর। তার এতটাই গলা ব্যথা যে ঢোক গিলতে পারছিলেন না। গলার কাছে কী যেন একটা আটকে রয়েছে বলে মনে হয় অভিনেতার। আর সেই কারণেই আর দেরি না করে হাসপাতালে ভর্তি হন সাহেব। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা।
সাহেব তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেই নিজের অসুস্থতার কথা জানান। ছবিতে দেখা যাচ্ছে, একমুখ দাড়ি, হাতে চ্যানেল করা অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন অভিনেতা। ছবিটি পোস্ট করে ক্যাপশনে সাহেব লেখেন, ”শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
সেই কারণে ২৬ এবং ২৮ তারিখের দুটি অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনুষ্ঠানের আয়োজকদের কাছে। আশা করব, তাঁরা আমার পরিস্থিতি বুঝতে সক্ষম হবে। এমনকী, যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের উত্তর দিতে পারিনি। এটা আমার ৪৮ তম জন্মদিন। এই প্রথম জন্মদিনে মা, স্ত্রী, সন্তানদের থেকে আলাদা রয়েছি। এমনকী, যে ২৮ জন প্রতিবেশীরা আমাকে শুভেচ্ছা জানায় প্রতিবছর। তাঁদের ধন্যবাদ জানাই। এমন মানুষগুলো পাশে থাকায় আমি নিজেকে সত্য়িই খুবই ভাগ্যবান মনে করি।” অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তার অনুরাগীরা।