দেশ

পুঞ্চে গভীর খাদে পড়ল সেনার গাড়ি, নিহত ৫ জওয়ান, আহত আরও ৫

Army vehicle falls into deep ditch in Poonch, 5 soldiers killed, 5 others injured

Truth of Bengal: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্দারের বালনই এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় ৫ জন সেনা জওয়ান নিহত হন এবং আরও ৫ জন গুরুতর আহত হন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

১১ মাদ্রাজ লাইট ইনফ্যান্ট্রি (১১ এমএলআই) দলের এই গাড়িটি নীলাম সদর দপ্তর থেকে বালনই ঘোরা পোস্টের পথে যাচ্ছিল। পথে গাড়িটি প্রায় ৩৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে ১১ এমএলআই-এর কুইক রিঅ্যাকশন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত উদ্ধারের কাজ চলছে।

#WhiteKnightCorps টুইট করে জানায়, “পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় নিহত পাঁচজন সাহসী সৈন্যের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি। আহতদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই মর্মান্তিক ঘটনায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শোক প্রকাশ করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেন, “জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী সৈন্যের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আমরা তাদের ত্যাগ এবং নিঃস্বার্থ সেবার জন্য কৃতজ্ঞ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

এর আগেও জম্মু ও কাশ্মীরে একই ধরনের কয়েকটি দুর্ঘটনা ঘটে। গত মাসে রাজৌরি জেলার কালাকোটে একটি সেনা গাড়ি খাদে পড়ে এক সৈন্যের মৃত্যু হয় এবং আরেকজন আহত হন। এর দুই দিন আগে রিয়াসি জেলায় একটি গাড়ি খাদে পড়ে এক নারী এবং তার দশ মাসের শিশু সহ তিনজন নিহত হন।

Related Articles