রাজ্যের খবর
সাতসকালে মৃতদেহ উদ্ধার জলঙ্গিতে, চাঞ্চল্য এলাকায়
The dead body was recovered at Jalangi, Chanchalya area

Truth Of Bengal: সাতসকালে স্থানীয়রা দেখতে পায় রাস্তার ধারে রকে মৃত অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের সীমান্তবর্তী জলঙ্গীর দক্ষিণ ঘোষপাড়ায়। ঘটনাটি জানাজানি হতেই এলাকার মানুষজন জমায়েত হয়। এরপর জলঙ্গি থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে আসেন গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত ওই কৃষক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানায়।
জানা যায়, মৃত ব্যক্তির নাম হান্নান শেখ, আনুমানিক বয়স ৪৭। মৃত ওই ব্যাক্তির নাম জলঙ্গীর দক্ষিণ ঘোষপাড়ায়। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল সকলের সাথে স্বাভাবিক কথা বলেছে। তার এই মৃত্যুর পিছনে অন্য কোন ব্যাক্তির হাত রয়েছে সন্দেহ করছেন পরিবারের লোকজন। এছাড়াও থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে পরিবারের লোকজন জানায়।