চোখ তুলে নেওয়ার পর বাংলাদেশ থেকে ভারতীয়দের লাথি মেরে বের করার হুঙ্কার!
Threats to kick Indians out of Bangladesh after eye gouging

Truth of Bengal: বাংলাদেশের মূল্যবৃদ্ধি সহ নানা ইস্যু থেকে নজর ঘোরাতে ভারত বিরোধিতায় নেমেছে সেদেশের বিভিন্ন দল। বিএনপি-জামাতের নেতারা নিত্যদিন ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন।এবার সেই পথে হাঁটলেন তারেক রহমান। বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের হুঙ্কার বাংলাদেশ থেকে ভারতীয়দের লাথি মেরে বের করে দেওয়া হবে। কয়েকদিন আগে এক পাকিস্তানপন্থী নেতা উস্কানিমূলক মন্তব্য করেন।
ভারত বিরোধী নেতার তোপ ছিল, বাংলাদেশের দিকে তাকালে চোখ উপড়ে নেওয়া হবে।হাত উঠালে হাত ভেঙে দেওয়ারও হুমকি দেওয়া হয়। বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক। একসময় তিনি বিএনপির শীর্ষ নেতা ছিলেন।এখন গণ অধিকার পরিষদের ছত্রছায়ায় ভারত বিরোধিতাকে পুঁজি করে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে নেমেছেন তিনি,এমনটাই মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ।
আসলে শেখ হাসিনা ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলায় ভারতের প্রতি হিংসার জন্ম দিচ্ছে তারেক রহমান।অভিযোগ উঠেছে,খালেদা জিয়া পাকিস্তানের পাশাপাশি চিনের সঙ্গে আর্থিক সাহায্য নিয়ে এই ভারত বিরোধী রাজনৈতিক বিদ্বেষ ছড়িয়ে দিতে চাইছেন। যাতে আগামীদিনের নির্বাচনে সেদেশের ধর্মান্ধ মানুষের সমর্থন তাঁদের দিকে থাকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বজায় রাখছে বিএনপি-জামাতের মতো দলও সংগঠন।
তাই সীমান্তের ওপারে এভাবে ভারত বিরোধিতা বাড়ায় সেদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যে আতঙ্ক দানা বাঁধছে। অনেকেই এদেশে চলে আসার চেষ্টা করছেন।আবার কেউ কেউ বাংলাদেশের মাটি কামড়ে থেকে লড়াইয়ে জিততে চাইছে।সবমিলিয়ে বাংলাদেশে অস্থিরতা নিয়ে ভারত বেশ কড়া নজর রাখছে।আশা করা হচ্ছে আর্থিকও বাণিজ্যিক সম্পর্কের জন্য বাংলাদেশ সরকার নীতিগত সংশোধনে রাজি হবে।