ভুল পরিচয়ে কারাগারে কেটেছে ৭ বছর! অবশেষে জামিন পেলেন নলিনী
7 years spent in prison for mistaken identity! Finally Nalini got bail

Truth Of Bengal: সাত বছর আগে ঝাড়খণ্ডের পালামু জেলার চেইনপুর থানার কর্মাহা গ্রামের বাসিন্দা নলিনী চৌধুরী| অজ্ঞাতসারেই ঢুকে পড়েছিলেন পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা বিমান ঘাঁটির হাই এলার্ট জোনে। সেই অভিযোগে খড়্গপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। আইপিসি-৪৪৭, আইপিসি-৭ প্রভৃতি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তবে এক বছর পরে আদালতের নির্দেশে জামিনও পেয়েছিলেন। পুলিশ মামলাটি নথিভুক্ত করার সময় উল্লেখ করেছিল নলিনী উত্তরপ্রদেশের বাসিন্দা। যদিও তাঁর বাড়ি ঝাড়খণ্ডের পালামু জেলায়। কিন্তু ঠিকানা ভুলের কারণে ৬ বছর সংশোধনাগারেই থাকতে হয় তাঁকে।
অবশেষে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে গ্রেফতারির ৭ বছর পর নিজের স্বামী-সংসার খুঁজে পেলেন নলিনী চৌধুরী। ২০১৭ সালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের দাবি, মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।
সেই সময় স্থানীয় থানায় স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি লিখিয়েছিলেন নলিনীর স্বামী লালজি চৌধুরি। সমস্ত কাগজপত্র আদালতে জমা দেন তখন। অবশেষে শুক্রবার রাত্রে মেদিনীপুর মহিলা সংশোধনাগার থেকে জামিনে মুক্তি হয়ে পরিবারের সঙ্গে নিজের দেশে ফিরে গেলেন নলিনী। তাঁর মেয়ে ববিতা দেবী বলেন, “মাকে প্রায় সাত বছর পর দেখতে পাচ্ছি, কিছু বলার আর নেই। এত দিন পর বাড়ি নিয়ে যাচ্ছি মাকে, এতে আমরা সকলেই খুশি।”