দেশ

অকালির প্রধানকে লক্ষ্য করে গুলি! পালাতে গিয়ে ধরা পড়ল দুষ্কৃতী

Akali leader shot dead! Assassin arrested

Truth Of Bengal: ফিল্মি কায়দায় স্বর্ণমন্দিরের সামনে হামলা। বুধবার সকালে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। বন্দুকবাজের হামলার হাত থেকে সুখবীর বেঁচে গেলেও আতঙ্ক বাড়ে। সুখবীর যখন স্বর্ণমন্দিরের গেটের সামনে প্রার্থনা করছিলেন তখনই এক দুষ্কৃতী হামলা চালায়।যদিও উপস্থিত জনতা বন্দুকবাজকে ধরে ফেলে।

৬২বছরের বাদল হলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নারায়ণ সিং  চৌরা। অমৃতসর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে গুরুদাসপুর জেলার বাসিন্দা অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে স্বর্ণমন্দিরে ঢুকছিলেন সুখবীর। সেই সময়েই ধীর পায়ে তাঁর দিকে এগিয়ে আসে  এক যুবক। দ্রুত অভিযুক্ত যুবক আগ্নেয়াস্ত্র বের করে অকালি প্রধানকে লক্ষ্য করে গুলি  চালায়। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। সুখবীরের উপর হামলার পিছনে কী কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।

২০১৫ সালে ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রামরহিমকে ‘অন্যায় সুবিধা’ পাইয়ে দেওয়ার অভিযোগে সুখবীরকে দোষী সাব্যস্ত করে অকাল তখ্‌ত। অকাল তখত শিখ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান। সেই নির্দেশ শিরোধার্য করে বুধবার সকালে  ‘সাজা’ খাটতে ভাঙা পায়ে হুইলচেয়ারে চেপে অমৃতসর স্বর্ণমন্দিরে পৌঁছান সুখবীর। অকাল তখ্‌ত-এর নির্দেশ অনুযায়ী, ‘সেবাদার’ হয়ে গুরুদ্বারের রান্নাঘর এবং শৌচালয় পরিষ্কার করার কথা ছিল তাঁর। এই সময়ে সশস্ত্র হামলা কার্যতঃ আতঙ্কের বহর বেড়েছে।বাড়ানো হয়েছে স্বর্ণমন্দিরের নিরাপত্তা।

Related Articles