চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে হেমন্ত, শপথগ্রহণে এককাট্টা ‘ইন্ডিয়া’
india alliance leaders present as hemant soren takes oath as jharkhand cm

Truth Of Bengal: চলতি বছরের শুরুতেই জমি কেলেঙ্কারি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। সেই হেমন্ত সোরেনই আরও একবার শপথ নিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে। বৃহস্পতিবার তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিল কেন্দ্রের বিরোধী ইন্ডিয়া জোটের শরিকি দলগুলির শীর্ষ নেতৃত্ব।
এদিন হেমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে, ডি কে শিবকুমার, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ছিলেন সপা প্রধান অখিলেশ যাদব, আরজেডি-র তেজস্বী যাদব।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ফলাফল ঘোষণা হয়েছিল ঝাড়খণ্ড বিধানসভা ভোটের। হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সামনে কার্যত মুখ থুবড়ে পড়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ইন্ডিয়া জোটে ছিল– হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি, কংগ্রেস এবং সিপিএম(এল)। এনডিএ জোটে ছিল- বিজেপি, জেডিইউ, এজেএসইউ এবং এলজেপি।
প্রসঙ্গত, ২০২৪-এর শুরুতেই নাটকীয় পট পরিবর্তন দেখেছিল আদিবাসী অধ্যুষিত এই রাজ্য। লোকসভা নির্বাচনের আগে জমি কেলেঙ্কারিকাণ্ডে ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি। এরপরেই বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদের টার্গেট করার অভিযোগে সরব হয়েছিল ইন্ডিয়া জোট। গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন হেমন্ত। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী হন চম্পাই সোরেন। এরপর হেমন্তের জেলমুক্তির পর গেরুয়া শিবিরে যোগ দেন চম্পাই। জুলাই মাসে ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হন হেমন্ত।
এবার চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মসনদে হেমন্ত সোরেন। তাঁর শপথে ‘ইন্ডিয়া’র একাধিক শীর্ষ নেতাদের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।