মুক্তি পেয়েছে আই ওয়ান্ট টু টক,অভিনেতাদের নিয়ে কী বললেন অভিষেক বচ্চন?
I Want To Talk has been released, what did Abhishek Bachchan say about the actors

Truth of Bengal: সদ্যই মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন অভিনীত আই ওয়ান্ট টু টক। যা দেখে দর্শকমহলে বেশ সাড়া পড়েছে। অনেকেই অভিষেকের অভিনয়ে মুগ্ধ। ছবিতে অভিষেকের অভিনয় দেখে অনেকে প্রয়াত অভিনেতা ইরফান খানের সাথে তাঁর তুলনা টেনেছেন। আর এর পরেই অভিনেতা বলেন, ক্রেডিট তিনি একাই নিতে পারেন না, কারণ আজকাল সব অভিনেতারা পরিচালকদের হাতের পুতুল হয়ে দাঁড়িয়েছে।
আর এই ছবির ক্ষেত্রে তিনি সুজিত সরকারের হাতের পুতুল ছিলেন বলেও জানিয়েছেন। ইরফান খানের তুলনা টানা হচ্ছে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিষেককে একটি সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছে, ‘আমার সঙ্গে এটার কোনও যোগ নেই। অভিনেতারা মোটা পারিশ্রমিক পায়, আর পরিচালকদের হাতের পুতুল হয়ে থাকে।
’ শুধু তাই নয়, অভিনেতা আরও বলেন, অভিনেতাদের উচিত পরিচালকদের বিশ্বাস করে নিজেদের তাঁদের কাছে সমর্পণ। অভিষেকের কথায়, ‘পরিচালককে বিশ্বাস করার সিদ্ধান্ত নেওয়ার পরও যদি ভাবেন যে আরে আমি তো স্টার, আমি এটা করব না, ওটা করব না তার অর্থ হল পরিচালক যেটা করতে চাইছেন সেটা তাঁকে আমি করতে দিচ্ছি না। সব অভিনেতা সেই পথে হাঁটেন না বলেও তিনি জানিয়েছেন।
অভিনেতাদের উচিত সেই মানুষকেই বেছে নেওয়া, যাতে কাজ করার জন্য তাঁদের ওপরে বিশ্বাস করা যায়। সুজিত সরকার পরিচালিত আই ওয়ান্ট টু টক ছবিটিতে অভিষেক বচ্চনের চরিত্রটা ঠিক এমন যে, এক ব্যক্তি ভীষণ অসুস্থ। জীবন মরণের মাঝে ঝুলছে তাঁর প্রাণ। ইতিমধ্যেই দর্শকদের থেকে দারুণ প্রশংসা পাচ্ছে আই ওয়ান্ট টু টক ছবিটি।