
Truth Of Bengal: বৃহস্পতিবার রাতে ২০২৬-র বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ের। হাড্ডাহাড্ডি এই ম্যাচে নিজেদের ঘরের মাঠে এলএম টেন দের হারিয়ে একপ্রকার তাক লাগিয়ে দিলেন প্যারাগুয়ের ফুটবলাররা। ম্যাচের ফল ২-১।
খেলার বয়স তখন মাত্র ১১ মিনিট। লাওতারো মার্তিনেজের একটা বাঁ পায়ের দূরন্ত শট আর্জেন্টিনাকে এগিয়ে দেয়। তবে তা বেশিক্ষণ ধর রাখতে পারেনি লিওনেল স্কালোনির ছেলেরা। আট মিনিট বাদে প্যারাগুয়ে সমতায় ফেরে অ্যান্টোনিও সানাব্রিয়ার করা গোলে। এরপর প্রথমার্ধের ৪৭ মিনিটে ফের প্যারাগুয়ে এগিয়ে যায় ওমার আলডেরেটের গোলে।
এরপর আর শত চেষ্টা করেও গোলের ঠিকানা খুলতে পারলেন না লিওনেল মেসি-লাওতারো মার্তিনেজরা। এই নিয়ে বিশ্বকাপ বাছাই সংস্করণের কোনও ম্যাচে প্যারাগুয়ের কাছে দুবার হারের মুখ দেখতে হল আর্জেন্টিনাকে। আর্জেন্টিনাইন ব্রিগেডকে হারানোর আগে গত সেপ্টেম্বরেই ২০২৬-র বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়েনরা হারিয়েছিল সেলেকাওদের। তার আগে অবশ্য ২০১০ সালেও এই দুই দলকে হারিয়েছিল প্যারাগুয়ে।
ম্যাচে অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিলেন মেসিরাও। ৬৯ মিনিটে হুলিয়ান আলভারাজের কাছ থেকে পাওয়া পাস থেকে প্যারাগুয়ের গোলরক্ষকে একা পেয়েও সুযোগ হাতছাড়া করেন রড্রিগো দি পল। এরপর খেলা ম্যাচ শেষের অন্তিম লগ্নে আরও একবার গোলের সন্ধান পেয়েছিল আর্জেন্টিনা। এলএম টেনের ক্রসে ভ্যালেন্তাইন মাথা ছোঁয়ালেও তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। আর সঙ্গে সঙ্গে এই ম্যাচে মেসিদের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়।