রেফারি নিগ্রহের জের, ৩ বছর ৭ মাসের কারাবাস ফারুক কোকার
Farooq Kokar sentenced to 3 years and 7 months in prison for assaulting referee

Truth Of Bengal: ২০২৩ সালের ১১ ডিসেম্বর। তুরস্কের ফুটবল লিগে এক নজিরবিহনী ঘটনা ঘটেছিল। যা হয়তো এখন অনেক ফুটবলপ্রেমীর স্মৃতির পাতায় চলে গিয়েছে। আবার অনেকে হয়তো মনেও রেখেছেন। কি সেই ঘটনা। যার জেরে এইরকম কড়া শাস্তির মুখে পড়তে হল ওই দেশের অ্যাঙ্কাগুচুর নামক ক্লাবের সভাপতি ফারুক কোকারকে।
সত্যিই ফুটবল ইতিহাসে এইরকম ঘটনা ঘটেনি। তুরস্কের লিগে অ্যাঙ্কাগুচুর বনাম রিজারস্পৃন মুখোমুখি হয়েছিল। প্রথমে অ্যাঙ্কাগুচুর গোল করলেও পরবর্তীতে সেই গোল শোধ দিয়েছিল রিজারস্পৃন। বেশ তাতেই মাথা গরম হয়ে যায় ফারুকের। খেলা শেষে তিনি সরাসরি আঘাত করে বসেন ওই ম্যাচের দায়িত্বে থাকা রেফারির মুখে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিউরে ওঠেন ফুটবলপ্রেমীরা। এমনকি তীব্র নিন্দা জানিয়েছিলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনও। ঘটনার জের গড়ায় বহুদূর। যা কলঙ্কিত করেছিল তুরস্কের ফুটবলকেও।
এবার সেই ঘটনার এক বছর কাটতে না কাটতেই তুরস্কর এক আদালত এই মামলার রায় ঘোষণা করে। বিচারপতি নিকৃষ্টতম এই ঘটনার জন্য ফারুককে তিন বছর সাত মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, হাজতবাসের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রের আইন লঙ্ঘনের জন্য পাঁচমাসের নির্বাসিতও করা হয়েছে ফারুক কোকারকে।