যোগীরাজ্যে নিটের পরীক্ষার্থীকে ‘ধর্ষণ’! নির্যাতনের ছবি তুলে ব্ল্যাকমেল
NEET candidate 'raped' in Yogi Rajya! Blackmailed with torture photos

Truth Of Bengal: যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে আবারও কলঙ্কজনক ঘটনা। এবার এক নিটের পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় দুই শিক্ষক। অভিযোগ, কানপুরের এক কোচিং সেন্টারের পরীক্ষার্থীকে নির্যাতন করার চাঞ্চল্যকর অভিযোগ। এক নাবালিকা পড়ুয়া কানপুরের কোচিং সেন্টারে গিয়েছিলেন।
তাঁর স্বপ্ন ছিল নিট দিয়ে মেডিক্যালে লক্ষ্যভেদ করা। চিকিত্সক হওয়ার আশাপূরণ করতে পড়ুয়া কোচিং নেয়। কিন্তু সেই কোচিং সেন্টারের ভিতরেই দুই শিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের গুরুতর অভিযোগ ওঠে।এমনকি নির্যাতনের পর দিনের পর দিন শিক্ষক রূপী ধর্ষকরা তাকে ব্ল্যাকমেল করে বলেও অভিযোগ।সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত শিক্ষকদের গ্রেফতার করা হয়।
পুলিশের তরফ থেকে আরও জানা যাচ্ছে,২০২২ সালে নিট পরীক্ষা দেওয়ার জন্য কানপুরের কোচিং সেন্টারে ভর্তি হয় নাবালিকা পড়ুয়া। এবছর জানুয়ারিতে সাহিল সিদ্দিকি নামে বছর ৩২এর এক শিক্ষক পড়ুয়াকে পার্টিতে ডাকে। ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে দাবি পরিবারের। এরপরই সাহিল সিদ্দিকি মদ্যপ অবস্থায় তাকে ধর্ষণ করে। এমনকি ধর্ষণের পর ছবিও ক্যামেরাবন্দি করে রাখে। তারপর অভিযুক্ত শিক্ষক সেই ছবি বাজারে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। দিনের পর দিন সাহিল সিদ্দিকি ব্ল্যাকমেল করে বলে দাবি নির্যাতিতার পরিবারের।
শুধু সাহিল সিদ্দিকিই নয়, বিকাশ পরোয়াল নামে বছর ৩৯-এর এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ করে নাবালিকা পড়ুয়া। দিনের পর দিন অত্যাচারিত হয়ে মেয়েটি থানার দ্বারস্থ হয়। এরপরই কানপুরের কোচিং সেন্টারে হানা দেয় পুলিশ। ফাঁস হয় শিক্ষকদের কীর্তি।সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে দুই শিক্ষক রূপী নির্যাতনকারীকে।