আন্তর্জাতিক

ওপার বাংলায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

Highway blockade to demand outstanding salaries

Truth Of Bengal: তিন মাসের বকেয়া বেতনের দাবি নিয়ে পোশাক কারখানার শ্রমিদের বিক্ষোভ। গাজীপুরের মালেকের বাড়ি এলাকার ঘটনা। শনিবার সকাল পৌনে নটা নাগাদ টি এন জেড অ্যাপারেলস লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকদের তরফ থেকে ডাকা-ময়মনসিংহ রাস্তা  অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখাতে দেখা যায়। যার জেরে রাস্তার উভয় প্রান্তেই তীব্র যানজট তৈরি হয়।

স্বাভাবিকভাবেই নিজস্ব গন্তব্যে পৌঁছতে যথেষ্ট ভোগান্তির শিকার হন মানুষজন। শুধু তাই নয়, এদিন সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ি এলাকাতে এবিএম ফ্যাশন লিমিটেড নামের অপর একটি পোশাক কারখানার শ্রমিকদের তরফ থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখানো হয়। মোট ১৭ দফা দাবি নিয়ে বিক্ষোভে শামিল হন তারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। এই আন্দোলন সহ আরও একাধিক ইস্যুতে গাজীপুরে আরও ১০ টি কারখানা বন্ধের কথা নিশ্চিত করেছে জেলা শিল্প পুলিশ।

জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা জানাচ্ছেন, গত তিন মাস ধরে কর্তৃপক্ষের কাছে বেতন দাবি করলেও লাভের লাভ কিছুই হয়না। অবশেষে তারা রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভে শামিল হন। পুলিশ সূত্রে খবর, বোতন পরিশোধের দিন প্রাথমিকভাবে ৩ তারিখ ধার্য হলে কারখানা বন্ধ রাখা হয়েছিল। তারপর ৫ নভেম্বর শ্রমিকদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হলে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সেই সময় বেতনের দিন ধার্য হয়েছে ৯ নভেম্বর। আর এদিনও কারখানা বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকার।

Related Articles