রাজ্যের খবর

ছেলের হাতে বাবা খুন, চাঞ্চল্য ডুয়ার্সে

Father murdered by son, tension in Dooars

Truth Of Bengal: ছেলের হাতে খুন হল বাবা, অভিযুক্ত ছেলেকে আটক করল পুলিশ। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ী বস্তি এলাকায়। মৃত বাবার নাম সহরাই ওরাওঁ। ধৃত ছেলের নাম শুকু ওরাওঁ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই তাদের পরিবারে অশান্তি চলছিল। অশান্তি এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে বৃহস্পতিবার অভিযুক্ত সুকু ওরাওঁ এর স্ত্রীও বাড়ি থেকে চলে যায়।

এরপর এদিন দুপুরে বাড়িতে শুকুর সাথে তার বাবার ফের বচসা শুরু হয়। বচসা হাতাহাতিতে পৌঁছায়। ওই সময় উত্তেজিত হয়ে ছেলে শুকু ওরাও বাড়িতে রাখা জ্বালানি কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করে। জ্বালানি কাঠের আঘাতে বাবা মাটিতে লুটিয়ে পড়ে যায়। এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সহরাই ওরাওঁ কে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

পরবর্তীতে খবর পেয়ে মঙ্গলবাড়ী বস্তি এলাকায় যায় মেটেলি থানার পুলিশ। অভিযুক্ত ছেলেকে আটক করে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে এলাকায় পৌঁছায় এলাকার পঞ্চায়েত সদস্যা স্বপ্না ওরাও। তিনি বলেন, বাবা ছেলের মধ্যে প্রথম প্রথমে বচসা, তারপরেই ছেলে বাবার মাথায় আঘাত করে। এতেই মাটিতে লুটিয়ে পড়ে যায় বাবা। পরে তার মৃত্যু হয়। অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ধরনের ঘটনা যাতে এলাকায় আর না ঘটে এর জন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানান তিনি। মৃতদেহ শনিবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।ঘটনার তদন্ত শুরু করছে মেটেলি থানা পুলিশ।

Related Articles