
Truth of Bengal: বৃহস্পতি ও শুক্রবার রয়েছে ছটপুজো। ভারতের নানা প্রান্তের মানুষ এই পবিত্র উত্সবে অংশ নিয়েছেন। উৎসবপ্রেমীদের কথা মাথায় রেখে রেল প্রশাসন আরও ৫০০ স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে। রেল বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যাত্রীদের সুবিধার্থে এই স্পেশাল ট্রেন চালানো হবে। সমস্তিপুর, দানাপুর ডিভিশন-সহ অন্যান্য ডিভিশনে এই ট্রেনগুলি চলাচল করছে। এর পাশাপাশি আরও কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলের তরফ থেকে জানানো হয়েছে, ছট পুজো উপলক্ষে রবিবার আসানসোল থেকে বিশেষ দু’টি ট্রেন যাত্রা করেছে। যাতে হাজার হাজার মানুষ পাটনা-গোরক্ষপুর গিয়েছেন। উৎসবের মরসুমে বিহার এবং উত্তরপ্রদেশের বাসিন্দাদের ঘরে ফেরার জন্য, এই বিশেষ ট্রেন দু’টির বন্দোবস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। অতিরিক্ত ট্রেন চলাচল করায় স্বস্তিতে যাত্রীরা। উৎসবপ্রেমীদের সুবিধার জন্য এই বাড়তি ট্রেন দেওয়ায় সব অংশের মানুষই খুশি।