কলকাতা

‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলার জের, চিকিৎসক অনিকেতকে মানহানি মামলার নোটিস

Notice of defamation case against doctor Aniket for calling him a 'notorious criminal'

Truth Of Bengal: ‘থ্রেট কালচার’-এ অভিযুক্তদের ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলে আক্রমণের পরিপ্রেক্ষিতে চিকিৎসক অনিকেত মাহাতোকে মানহানি মামলার নোটিস পাঠালেন জুনিয়র ডাক্তার অতনু বিশ্বাস। নোটিসে তিন দিনের মধ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে।

আর জি কর কাণ্ডের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের চলমান আন্দোলনে একাধিক সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন বিষয়ে অভিযোগ জানান তারা, যার মধ্যে রয়েছে  আর জি করের দুর্নীতি, ‘থ্রেট কালচার’ এবং অভয়া হত্যাকাণ্ড।

বৈঠকে আন্দোলনকারী ডাক্তার অনিকেত মাহাতো, অভিযুক্ত ৫৩ জন জুনিয়র ডাক্তারকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলে আক্রমণ করেছিলেন। সম্প্রতি আদালতের রায়ে অনিকেতের সাসপেনশন স্থগিত হলে অতনু বিশ্বাস তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন।

অতনুর আইনজীবী মারফৎ পাঠানো নোটিসে বলা হয়েছে, “তিনদিনের মধ্যে সমাজমাধ্যমে ক্ষমা না চাইলে মানহানির মামলা করা হবে। নবান্নের সরকারি বৈঠকে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং শীর্ষ পুলিশকর্তাদের উপস্থিতিতে আমাদের ৫৩ জনকে ভিত্তিহীনভাবে কালিমালিপ্ত করা হয়েছে।”

এদিকে, অনিকেতের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি। জুনিয়র ডাক্তারদের মধ্যে এই বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Related Articles