
Truth of Bengal: বেঙ্গালুরু টেস্টের পঞ্চম দিনে ঋষভ পন্থকে না দেখা যাওয়ায় এই মুহূর্তে একটাই প্রশ্ন সমর্থক মহলে তিনি কেমন আছেন? তাকে নিয়ে এই মুহূর্তে স্বস্তিতে নেই ভারতীয় শিবির। চোট রয়েছে তাঁর। রোহিত শর্মা এ দিনের ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে জানিয়ে দেন ঋষভকে নিয়ে টিম ইন্ডিয়া এই মুহূর্তে কোনরকম ঝুঁকি নিতে চাইছে না যেহেতু ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন।
সে কারণে তাকে নিয়ে এই মুহূর্তে আর ভাবছে না ভারতীয় শিবির। তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ঋষভ। ভারতীয় টিমের হয়ে যখন ব্যাটিং করছিল তখন ওকে সাবলীল লাগেনি এমনকি দৌড়াতেও সমস্যা হচ্ছিল। ঋষভের জন্য অতিরিক্ত সতর্ক থাকতে হচ্ছে টিমকে কারণ ও বিরাট ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে।
চোট নিয়ে খেলা খুব একটা সহজ নয়। ঋষভ নিজে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রোহিত। এরপর পুনে টেস্টে যদি উইকেট কিপিং করতে না পারে তাহলে তা ভারতীয় শিবিরের জন্য বড় চাপের হবে। বেঙ্গালুরুতে দ্বিতীয় দিনের খেলা শেষের আগেই হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি ।