‘অনশন তুলে নিয়ে বৈঠকে আসুন’, জুনিয়র ডাক্তারদের কাছে আর্জি মুখ্যসচিবের
Chief Secretary appeals to junior doctors to 'lift the fast and come to the meeting'

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত, তবে ডাক্তাররা যাতে তাদের চলমান আমরণ অনশন তুলে বৈঠকে যোগ দেন সেই বার্তাও দেন মুখ্যসচিব। মুখ্যসচিব মনোজ পন্থ শনিবার সন্ধ্যায় একটি ইমেলে এ বিষয়টি স্পষ্ট করেছেন।
বৈঠকের জন্য নির্ধারিত সময় মাত্র ৪৫ মিনিট, যা অন্যান্য জরুরি কাজের মধ্যে থেকে বের করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই সময়সীমার মধ্যে আলোচনার সমস্ত বিষয় শেষ করতে চান।
শনিবার দুপুর ২টায় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী আচমকা হাজির হন। তারা সেখানে আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে ঘণ্টা খানেক আলোচনা করেন। আলোচনার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে ডাক্তারদের অনশন তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান এবং আলোচনা করতে প্রস্তুতির কথাও বলেন।
মুখ্যসচিবরা মঞ্চ ছাড়ার পর আন্দোলনরত ডাক্তাররা সাংবাদিক বৈঠক করে জানান, সোমবারের বৈঠকের আলোচনা অনুযায়ী তারা অনশন তোলার সিদ্ধান্ত নেবেন। অনশনকারী রুমেলিকা কুমার বলেন, “আমরা যত দিন আমাদের দাবিগুলি না মানা হবে, তত দিন পর্যন্ত অনশন চালিয়ে যাব।”
ফোনালাপের সময় মুখ্যমন্ত্রী ডাক্তারদের জানান, মুখ্যসচিব ইমেলে তাদের ১০ দফা দাবি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করবেন। সেই ইমেলে তিনি উল্লেখ করেন, সরকার ইতিমধ্যেই কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, তবে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে সরানো সম্ভব নয়।
আগামী সোমবার বিকেল ৫টায় নবান্নে বৈঠক হবে, যেখানে জুনিয়র ডাক্তারদের ১০ জন প্রতিনিধি অংশ নেবেন। তবে, বৈঠকে যোগ দিতে হলে ডাক্তারদের অনশন তুলে আসতে হবে এবং আগে থেকে নাম জানাতে হবে। বৈঠকের জন্য বরাদ্দ সময় মাত্র ৪৫ মিনিট।
এখন সকলের নজর সোমবারের বৈঠকের দিকে, যেখানে ডাক্তারদের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।