নিয়মিত দাঁত মাজেন? না মাজলে আপনার শরীরে দেখা দিতে পারে নানা রকম সমস্যা
Brush your teeth regularly? If not, various problems may appear in your body

Truth of Bengal: দাঁত ভালো রাখতে গেলে অবশ্যই দাঁত মাজার প্রয়োজন রয়েছে প্রতিদিন। অধিকাংশ মানুষই সকলের ঘুম থেকে উঠেই ব্রাশ করেন আবার কেউ কেউ আছেন যারা ঘুম থেকে উঠে চা কফি পান করেন তারপরে ব্রাশ করার কথা ভাবেন।
কিন্তু এই নিয়ম একদমই ঠিক নয় ঘুম থেকে উঠে প্রথমে দরকার ব্রাশ করা তারপরই জল বা যেকোনো ধরনের পানীয় পান করা উচিত। এর ফলে মুখের ভিতরে জমে থাকা ব্যাকটেরিয়া দাঁতের ক্ষয় করতে পারে না। এমনকি নিয়মিত ব্রাশ করলেও এর প্রভাব পড়ে শরীরের স্বাস্থ্যের উপরে। যদি রোজ দাঁত না মাজা হয় তাহলে কি কি শারীরিক সমস্যা দেখা দিতে পারে জানুন
প্রত্যেকদিন ঠিকভাবে ব্রাশ না করলে মুখের ভেতর ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যায় যার ফলে রক্তের শর্করার পরিমাণও বেড়ে যেতে পারে এর ফলে ডায়াবেটিসের ঝুঁকি থাকে এমনকি মুখের ভিতরের যে গ্লুকোজের ভারসাম্য রয়েছে তাও বিঘ্নিত হয়
যারা সন্তান সম্ভবা তাদের প্রত্যেকদিন দাঁত মাজা উচিত এতে শরীর সুস্থ থাকে। অনেক সময়ই অন্তঃসত্ত্বা অবস্থায় থাকা সত্ত্বেও যারা নিয়মিত দাঁত মাজেনা তাদের সময়ের আগে সন্তান জন্মানোর একটা ঝুঁকি থাকে।
যারা ঠিক ভাবে প্রতিদিন দাঁত মাজেন না তাদের হার্টের সমস্যা দেখা দিতে পারে মুখের ভিতর ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে এবং যার ফলে টকিং মিশ্রিত হয় আর এই টক্সিন রক্তের মধ্যে দিয়ে সরাসরি পৌঁছে যায় হার্টে।