Truth Of Bengal: প্রতি বছরই কালীপুজোকে কেন্দ্র করে দর্শকদের অভিনব উপহার দেয় বীরভূমের পুরন্দরপুর বান্ধব সমিতি। দূর-দূরান্ত থেকে মানুষ আসে এখানকার চমকপ্রদ দেবী মূর্তির দর্শন করার জন্য। এর আগে তারা ৪০, ৫০ ফুটেরও প্রতিমা তৈরি করে চমকে দিয়েছে দর্শনার্থীদের। এবছরও তার ব্যতিক্রম হল না। ২০২৪-এর কালীপুজোয় বীরভূমের সিউড়ির পুরন্দরপুর বান্ধব সমিতি দর্শনার্থীদের উপহার দিয়েছে ৫৫ ফুটের কালী মূর্তি। এই দেবী মূর্তি দেখে রীতিমত খুশি বীরভূমবাসী সহ দূর দূরান্তের দর্শনার্থীরাও।
এবারেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে দর্শনার্থীদের ঢল। কেউ বা সেলফি নিচ্ছেন প্রতিমার সঙ্গে, কেউ বা শুধু প্রতিমার ছবি নিচ্ছেন। কেউ বা শুধু দু’নয়ন ভরে দেখছে বীরভূমের এই কালী প্রতিমাকে। প্রসঙ্গত, এই সিউড়ি 2 নম্বর ব্লকের পুরোন্দপুর এলাকার বান্ধব সমিতি এই পুজোকে ঘিরে বিভিন্ন যাত্রাপালা থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছয়-সাত দিন রাখার পর পাশের পুকুরে পাম লাগিয়ে বড় প্রতিমাটির নিরঞ্জন করা হয়। প্রতিমা নিরঞ্জনকে ঘিরে আয়োজিত হয় আতশবাজির খেলা। আর তা দেখতে যে ভিড় জমে তাও দেখার মত।