Truth Of Bengal: সম্প্রতি নারী নিগ্রহের মতো ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল। দেশজুড়ে চলছে বিক্ষোভ মিছিল। এই প্রেক্ষাপটে ইউনুস সরকারের কড়া সমালোচনা করেছিলেন হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীর একটি অডিও বার্তা প্রকাশ করে আওয়ামী লীগ। যেখানে ইউনুস কে ‘সুদখোর’ ও ‘জঙ্গিনেতা’ বলে কটাক্ষ করে হাসিনা। হাসিনার এহেন মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই ইউনুসের তরফ থেকেও পাল্টা ঝাঁঝাল মন্তব্য ধেয়ে এসেছে।
হাসিনার সরকারকে ‘দস্যুদের পরিবার’ বলে তোপ নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ”হাসিনার আমলে কোনও সরকার ছিল না। ছিল একটি দস্যুদের পরিবার।” এখানেই থেমে থাকেননি তিনি, হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে আসার সময় বাংলাদেশের পরিস্থিতির বর্ণনাও দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
তৎকালীন বাংলাদেশের অবস্থা ‘যুদ্ধে ধ্বস্ত গাজা’র মতো ছিল। গাজার মতো বাড়িঘর ভেঙে না পড়লেও আন্তর্জাতিক সম্পর্ক দুর্বল হয়ে পড়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, ”উনি (হাসিনা) যে ক্ষতি করেছেন, তা বিরাট। যখন আমি দায়িত্ব নিই, তখন এটা ছিল একটা ধ্বংস হয়ে যাওয়া দেশ। আর একটা গাজার মতো। তফাত এটাই যে, এখানে বাড়িঘর ভেঙে পড়েনি কিন্তু সব প্রতিষ্ঠান, পুলিশ, আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে পড়েছিল।”
ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়ংকর আকার ধারণ করেছেন বলে বিশ্লেষকদের মত। তবে এই দাবি মানতে নারাজ ইউনুস। তিনি মনে করেন, হাসিনার আমলে কোনো সরকারই ছিল না। বৈষম্যবিরোধী ছাত্রদের পাশাপাশি সেনাদের চাপে পদত্যাগ করতে হয়েছিল মুজিব কন্যাকে। তবে বর্তমানে বাংলাদেশের ছবি পাল্টেছে। সেনাবাহিনীর সঙ্গে তাঁর সরকারের ভাল সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এমনকি সেনার তরফে কোনও চাপ সৃষ্টি করা হয়নি।