Truth Of Bengal: বাংলাদেশের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। মৃত পড়ুয়ার নাম মেহেদী হাসান। রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার একটি হোস্টেল থেকে শুক্রবার রাত ১১ টা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা যায়, নিহত পড়ুয়া রুয়েট শিক্ষার্থী মেহেদী হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছে ওই পড়ুয়া। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে আত্মহত্যা নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে। ইতিমধ্যেই সম্পূর্ণ বিষয়ে খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ আধিকারিকরা।
পুলিশের তরফে জানান হয়েছে, ”ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা উদ্ধারকৃত মরদেহ রামেক হাসপাতালের মর্গে রেখেছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপর মরদেহ হস্তান্তর করা হবে।”