রাজ্যের খবর

কই মাছ গলায় আটকে মৃত্যু এক যুবকের 

A young man died of a fish stuck in his throat

The Truth Of Bengal,হুগলি, রাকেশ চক্রবর্তী: পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গ্রাম গোয়াল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা যুবক।বছর ছয়েক আগে বিবাহ করেন। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা।

বিয়ের কিছুদিন পর থেকে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম ঝাপানডাঙ্গা এলাকায় ভাড়া থাকতেন।যুবকের পরিবার থাকে পান্ডুয়ায়।যুবকের পরিবার সূত্রে জানা গেছে,বৃষ্টির জল পুকুর ডুবিয়ে রাস্তার উপর দিয়ে বইতে থাকে।সেই জলে কই মাছ ভেসে যেতে দেখে, একটা কই মাছ ধরে মুখে রেখে আরেকটা মাছ ধরার চেষ্টা করেন সাগর।মুখে রাখা কই মাছ গলায় আটকে যায়।দম বন্ধ হয়ে যায় যুবকের।

তড়িঘড়ি স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে।ছেলের অকস্মাৎ মৃত্যুর খবরে শোক স্তব্ধ হয়ে পরেন তার মা লক্ষ্মী রায়।পরিবারে নামে শোকের ছায়া।লক্ষ্মী বলেন,ছেলে সকালে কই মাছ ধরছিল।কই মাছ ধরে মুখে রেখেছিল।তাতেই এই ঘটনা।পাকা রাস্তায় কই মাছ উঠে এসেছিল।খালি হাতে ধরছিল সেই মাছ।হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবার সহ এলাকা জুড়ে।

Related Articles