পাণ্ডূয়ার মহানাদ স্কুল কোয়ার্টারে যুবতী খুন! তদন্তে পুলিশ
Young woman murdered in Mahanad school quarter of Pandua! Police investigating

The Truth Of Bengal: হুগলি জেলার অন্তর্গত পাণ্ডূয়ার মহানাদে স্কুল কোয়ার্টারে খুন যুবতী! মৃতের নাম সৌমি গাঙ্গুলী(২১)। যুবতীর প্রেমিকের আত্মহত্যার চেষ্টা! এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
সূত্রের খবর, সৌমি গাঙ্গুলী নামে বছর ২১ এর এক যুবতীর মা মহানাদ হাইস্কুলের শিক্ষিকা। স্কুল সংলগ্ন কোয়ার্টারের মা মেয়ে দুজনেই থাকতেন। মঙ্গলবার রাতে নিজের ঘরে মৃত অবস্থায় কে উদ্ধার করে পুলিশ। ওই রাতেই যুবতীকে খুন করা হয় বলে অনুমান পুলিশের। বুধবার সকালে পান্ডুয়া থানার পুলিশ ও হুগলি গ্রামীন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ঘটনার তদন্তে যান।
জানা যায়, সৈকত সরকার নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক আবদ্ধ ছিল সৌমি। দুজনে এক এলাকারই বাসিন্দা। যুবতীর বাড়িতে যাতায়াত ছিল যুবকের।গত মাস ছয়েক ধরে সেই সম্পর্কে ভাঁটা পড়ে। আবারও সম্পর্ক ঠিক করার চেষ্টা করলেও বিফল হওয়ার অবসাদ থেকে এই খুন বলে প্রাথমিক অনুমান।
এই ঘটনার পর বুধবার সকালে সৈকত বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তারপর তাকে প্রথমে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে চুঁচুড়া হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়।হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার বলেন, “মৃতার মাথার পিছনে আঘাতের চিহ্ন মিলেছে। সম্পর্কের টানাপোড়েনে এই খুন বলে মনে হচ্ছে। এদিকে সৈকত সরকারের বিরুদ্ধে যুবতীর মা অভিযোগ করেছেন। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছ। বুধবার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত করা হবে। সম্পুর্ন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
FREE ACCESS