রাজ্যের খবর

দাম্পত্য কলহের জেরেই খুন ডানকুনির যুবক? আটক জামাইবাবু

Young man from Dankuni killed over marital dispute? Jamaibabu arrested

Truth of Bengal: ডানকুনির দিল্লি রোড সংলগ্ন গ্র্যান্ডসিটি আবাসনের কাছে গুলি করে খুন করা হল বান্টি সাউ নামে এক যুবককে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিহতের পরিবার সরাসরি অভিযোগের আঙুল তুলেছে শ্বশুরবাড়ির দিকে।

চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্টি সাউয়ের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। দাম্পত্য কলহের পাশাপাশি শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর বিভিন্ন বিষয়ে বিবাদ ছিল। মৃতের পরিবারের অভিযোগ, এই খুনের পিছনে শ্বশুরবাড়ির সদস্যদের হাত থাকতে পারে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং ইতিমধ্যেই বান্টির স্ত্রীর জামাইবাবুকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ১২ নম্বর ওয়ার্ডের গ্র্যান্ডসিটি আবাসনের কাছে বান্টি সাউকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে করে দুই দুষ্কৃতী এসে বান্টির বুকে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বান্টির শ্বশুরবাড়ির দিকে অভিযোগ ওঠায় তদন্তকারীরা তাঁদের জেরা শুরু করেছেন। পুলিশের হাতে থাকা তথ্য অনুযায়ী, পারিবারিক বিবাদের জেরেই কি এই খুন, নাকি এর পিছনে আরও গভীর কোনও ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একাংশের ধারণা, এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারে।

এরই মধ্যে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

বান্টি সাউ পে লোডার চালক ছিলেন এবং তাঁর বাড়ি ডানকুনির বন্দের বিলের কাছে। প্রকাশ্যে গুলি চালিয়ে খুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই আরও তথ্য সামনে আসবে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Related Articles