
Truth Of Bengal: দোলের দিন রং তোলার জন্যও গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোন্নগর বারো মন্দির ঘাটে। দোলের আনন্দ নিমেষে পরিণত হলো বিষাদে! দোল খেলার পর আর বাড়ি ফেরা হলো না। বন্ধুদের সাথে রং খেলার পর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। বন্দুরা ম্লে রং খেলছিল। তারপর রং তোলার জন্য স্নান করতে গিয়ে ঘটে বিপত্তি।
শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোন্নগর বারো মন্দির ঘাটে। গঙ্গায় সে সময় ভাটা চলছিল। যুবককে তলিয়ে যেতে দেখে বন্ধুরা তোলার চেষ্টা করলেও তা সফল হয়নি বলেই জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দননগর থানার পুলিশ। চন্দননগর পুলিশের এসিপি ৩ আলি রাজা আসেন ঘটনাস্থলে। সেসময় ঘাটে উপস্থিতদের সঙ্গে কথা বলেন তিনি। পরে বিপর্যয় মোকাবিলা দপ্তর স্পিড বোট নিয়ে এসে খোঁজ শুরু করে। এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি ওই যুবকের। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন মিলে স্নান করছিল। হঠাৎ একজন তলিয়ে যায়।