রাজ্যের খবর

ভবানীপুরে ব্যবসায়ী খুন কাণ্ডে যোগ আরও এক রহস্যময়ী নারী

Yoga is another mysterious woman in the businessman murder case in Bhavanipur

The Truth Of Bengal: ভবানীপুরের ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচনের তদন্ত শুরু করেছে লালবাজার থানার পুলিশ। এই মৃত ব্যবসায়ীর নাম ভাবো লাখানী। এই হত্যা মামলার তদন্ত শুরু হতেই এক রহস্যময়ী নারীর নাম উঠে এসেছে। সূত্র মারফত জানা গেছে এই নারী নাকি সরাসরিভাবে এই হত্যাকান্ডের সঙ্গে জরিত।

পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে বুধবার রাত থেকে জেরা শুরু করেছে।এই জেরা চলাকালীন অনির্বাণ গুপ্তের কাছথেকে জানাযায় এই রহস্যময়ী নারীর নাম। হোমিসাইট বিভাগের গোয়েন্দারা অনির্বান গুপ্তের কাছথেকে জানতে পেরেছেন এই নারী ছিলেন তার ঘনিষ্ঠ বান্ধবী। তদন্তে জানাগিয়েছে, পুরো ঘটনার পরিকল্পনা থেকে শুরু করে ব্যবসায়ীকে নিমতায় ডেকে হত্যার পর ওয়াটার রিজার্ভারের নীচে পুতে দেওয়া, এরপর সেখানে রাতারাতি পাচিল তুলে দেওয়া এই সমস্ত ঘটনার সাথেই সরাসরি যুক্ত রয়েছে এই নারী।

তদন্তে আরও জানা গিয়েছে, অনির্বান গুপ্ত ভবো লাখানির কাছ থেকে প্রায় ৫০ লখ্য টাকা পেতেন। এই কারণবসতই কি খুন নাকি এর সাথে জরিয়ে আছে অন্য রহস্য তার তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। তদন্তে আরও জানাযায়, ভবো লাখানির ব্যাংক থেকে ওই নারীর ব্যাংকে ২০ লখ্য টাকা জমা পরে। তদন্তকারীদের যে প্রশ্নটি ভাবাচ্ছে সেটি হল, ভবো লাখানির বাংক থেকে এতগুলো টাকা কিভাবে অনির্বান গুপ্তের বান্ধবীর বাংকে ঢুকলো।এটা শুধুইকি ব্যবসায়ীক শত্রুতা বা টাকা-পয়সার গল্প নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য কোন গল্প! এই বিষয়ে বিস্তারিত জানার জন্যই এবার অনির্বাণ গুপ্ত ও সুমন দাসকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা।তাদেরকে লালবাজারে ডেকে জিগঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার যে বাড়ি থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার করা হয়েছে তিনি তার পূর্বপরিচিত ছিলেন,তারা একইসঙ্গে ব্যবসা করতেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছেন, ব্যবসায়ীক শত্রুতার জেরেই এই খুন,এই বিষয়ে এক পুলিশ আধিকারীক জানায়,”তথ্যের ভিত্তিতে আমরা অনির্বান গুপ্ত ও সুমন দাস নামে দুজনকে গ্রেফতার করেছি,এই ঘটনায় আর কেকে জড়িত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।”

FREE ACCESS

Related Articles