প্রতিবাদ করাই হল কাল, মদ্যপানের প্রতিবাদ করায় গুরুতর আহত দম্পতি
Yesterday, couple seriously injured after protesting drinking

The Truth Of Bengal: মদ বিক্রি ও মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি। ঘটণায় চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুর নাটাগড় এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।
মদ বিক্রি ও মদ্যপানের প্রতিবাদ করায় এলাকারই যুবকের হাতে আক্রান্ত হল এক দম্পতি। দম্পতি তার বাড়িতে ভাড়া দেন দুই ব্যক্তিকে। ভাড়াটেরা বাড়িতে মদের ব্যবসা করতো। আর সেই ভাড়াটেয়াদের সাথে স্থানীয় যুবক লালটু সাহা মদ ব্যবসার সাথে জড়িত থাকার পাশাপাশি মদ্যপান করে অকথ্য গালিগালাজ করত। এই মদ বিক্রি ও মদ্যপানের প্রতিবাদ করাতেই সোদপুর নাটাগরের এই দম্পতিকে আক্রান্ত হতে হয়। স্থানীয় যুবক অভিযুক্ত লালটু সাহা মদ্যপানের প্রতিবাদ করলে দম্পতি স্বামীকে প্রথমে মারধর করে ও ভাঙচুর চালায় বাড়ির সামনে। স্বামীকে মারতে দেখে স্ত্রী বাধা দিতে গেলে স্ত্রীকে ফেলে মারধর করা হয়। মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়। পাশাপাশি দম্পতি স্ত্রীর জামাকাপড় ছিড়ে তার শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সোদপুর নাটাগড় এলাকায়। ঘোলা থানায় অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত অভিযুক্ত পলাতক। যথেষ্ট আতঙ্কে দিন কাটাচ্ছে আক্রান্ত ওই দম্পতি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।
FREE ACCESS