হাসপাতাল চত্বর জুড়ে দেওয়াল লিখন, প্রতিবাদের নামে সৌন্দর্য নষ্ট বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে
Writing on the walls across the hospital premises, in the name of protest, beauty was destroyed in Burdwan Medical College Hospital

Truth Of Bengal: ২৭ দিন পেরিয়ে গেল কিন্তু এখনো বিচার পায়নি তিলোত্তমা। গঙ্গা দিয়ে জল গড়িয়েছে অনেক হাইকোর্টের নির্দেশে তদন্তভার রাজ্য পুলিশের থেকে এখন সিবিআই এর হাতে। গত তিন তারিখ রাজ্য বিধানসভায় ধর্ষণবিরোধী কড়া আইন আনতে বিল পেশ করেছে রাজ্য সরকার।
কিন্তু তাতেও আন্দোলনকে থামানো যাচ্ছে না। আন্দোলন দিনের পর দিন আরও তীব্র থেকে তীব্রতর আকার নিচ্ছে। প্রথম দিন থেকেই পথে নেমেছে ৮ থেকে ৮০ সব বয়সের মানুষজন। তাঁরা লাগাতার পথে নেমে চিৎকার করেছে জাস্টিস ফর আরজি কর।
এরই পাশাপাশি এক অন্যরকম চিত্র দেখা গেল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের। কার্যত প্রতিবাদ করতে গিয়ে হাসপাতাল চত্বরের সৌন্দর্য্যযায়ন নষ্ট হচ্ছে তা বলার অবকাশ রাখেনা না। মূলত যে চিত্র দেখা গেল তা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বহু নতুন বিল্ডিং তৈরি হয়েছে, আর প্রতিবাদ জানাতে গিয়ে হাসপাতালের সৌন্দর্য চর্চায় ব্যাঘাত ঘটছে। শুধু দেওয়াল লিখনই নয় হাসপাতালের সমস্ত রাস্তা বিভিন্ন ধরনের রঙে রাঙিয়েছে।
এই বিষয়ে চিকিৎসকের উদ্যেশে সাধারণ মানুষরা জানাচ্ছেন, নক্কারজনক ঘটনা ঘটেছে এই নিয়ে প্রতিবাদে নেমেছে রাজ্যের মানুষ। তবে প্রতিবাদ হোক কিন্ত রুগী পরিষেবা দিয়ে। অন্যদিকে এক চিকিৎসক জানান, এটা প্রতিকী আন্দোলন তবে নতুন বিল্ডিংয়ে কোনো রং করা হয় নি। কিন্তু আমাদের ক্যামেরায় সেসব চিত্র বহিঃপ্রকাশ পাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।