রাজ্যের খবর

World Environment Day : বিশ্ব পরিবেশ দিবসে শিশুদের মাধ্যমে সচেতনতা ও বৃক্ষ রোপণ

World Environment Day : Awareness and tree planting through children on World Environment Day

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : বর্ষা আসন্ন তীব্র দাবদাহ থেকে কিছুটা বৃষ্টির পরিবেশ শুরু হয়েছে।
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে শিশুদের সাথে বৃক্ষ রোপণ এর সচেতনতা তৈরির লক্ষে সমাজসেবী সংস্থা “ধন্য এ ক্রন্দন” শিশুতদের দেশীয় গাছের চারা যথা বট,অশ্বত্থ,পেয়ারা, আম ইত্যাদি গাছের চারা বিতরণ করা হয়। এই গাছ গুলো পেয়ে শিশুরা খুবই আনন্দিত।

স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সমাজসেবী দেবজ্যোতি অধিকারী এই বিষয়ে বলেন, “আজকে এই বিশেষ দিনটিকে আমরা বেছে নিয়েছি বৃক্ষ রোপণ এর সূচনা পর্ব হিসেবে। বিগত গ্রীষ্মকালে ভয়ঙ্কর গরম থেকে বাঁচতে একমাত্র উপায় যত বেশি বন সৃজন করা। আগামী দিনে এই গাছ না কাটা ও গাছ বসানোর সচেতনতার অভাব যাতে না হয় সেই জন্য আমরা শিশুদের বেছে নিয়েছি কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। শিশুদের আজকে আমরা গাছ তুলে দেবার সাথে সাথে বুঝিয়েছি তারা যেন সকল বন্ধু দের স্কুলেও সবাইকে বোঝায় গাছের গুরুত্ব কতটা এবং গাছ বসানোর কথা।আমি আশা রাখি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি এই বিষয়ে সচেতন হয় পৃথিবী আবার সবুজ হবে।

গাছ পেয়ে এক শিশু শিয়াখালা বেণীমাধব গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পৌশালী ব্যানার্জি বলেন,আজকে এই গাছটি পেয়ে আমরা খুবই খুশি।এটিকে আমি বসাব এবং বন্ধুদের ও বলব সবাই যেন গাছ বসায় আগামী বর্ষা কালে।

Related Articles