রাজ্যের খবর

২০২৫-এর ফেব্রুয়ারিতে শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ

Work on Ghatal Master Plan to begin in February 2025

Truth Of Bengal: ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ। বুধবার বিধানসভায় জানালেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। তিনি বলেন রাজ্যের টাকাতেই এই কাজ হবে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সম্পন্ন হলে বন্যার হাত থেকে রক্ষা পাবেন লক্ষ লক্ষ মানুষ। এই প্রকল্প গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারংবার আবেদন করা হয়েছিল রাজ্যের তরফে।

ঘাটালে তৃণমূল সাংসদ অভিনেতা দেব এই নিয়ে সংসদে বহুবার জোরালো দাবি তুলেছিলেন। তারপরেও কেন্দ্রীয় সরকার এই প্রকল্প গড়ে তুলতে কোনরকম উদ্যোগী ভূমিকা গ্রহণ করেনি। পরবর্তীতে দেবকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করবে। সেইমতো সব ধরনের তৎপরতা শুরু হয়ে যায়।

এরই মধ্যে আরও একটা বন্যা সামনে চলে আসে। ২০২৪ সালে ভয়াবহ বন্যায় চরম বিপর্যস্ত হন ঘাটালের কয়েক লক্ষ মানুষ। রাজ্য সরকার আশ্বাস দিয়েছিল বন্যা পরিস্থিতি কেটে যাওয়ার পর বর্ষা কেটে গেলে এই প্রকল্পের কাজ শুরু হবে। সেইমতো রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া বিধানসভায় জানিয়েছেন ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে এর কাজ শুরু হবে। মন্ত্রী এই ঘোষণায় খুশি ওই এলাকার সাধারণ মানুষ।

Related Articles