রাজ্যের খবর

মহিলাদের নিরাপত্তা এবং আরজিকর কান্ডের বিচার চেয়ে বিষ্ণুপুরের রাজপথে মহিলারা

Women on the streets of Bishnupur demanding justice and safety of women

Truth Of Bengal : বাঁকুড়া : কৈলাস বিশ্বাস : কলকাতা আর জি কর হাসপাতালে তরুনী চিকিৎসাতে খুন ও ধর্ষণের বিচারের দাবিতে এবং মহিলাদের সুরক্ষার দাবি নিয়ে শুক্রবার সন্ধ্যের পরে থেকে মধ্যরাত পর্যন্ত বিষ্ণুপুরের রাজপথে হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগান নিয়ে মিছিল করলেন এলাকার মহিলারা।

বিষ্ণুপুরের আন্দোলনকারী মহিলা শ্রাবণী দাস মোদকের দাবি তারা আর জি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দোষীদের শাস্তি চাই কারণ একজন মা তার সন্তানকে হারিয়েছে তারা এই দেশের একজন সম্পদ হারিয়েছে। এর বিচার এখনো পাওয়া যাচ্ছে না বিচার চাইছেন তারা। তারা আরো বলেন মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন রাতের বেলায় মেয়েদেরও কোথাও যেতে দিতে পারছেন না এমনকি নিজেরাও যেতে পারছেন না। তারা দাবি করছে কোন ভরসায় মেয়েদের বাইরে হোস্টেলে লেখাপড়া করতে পাঠাবেন। গ্রেপ্তার প্রসঙ্গে তারা বলেন আজ গ্রেফতার হয়েছে কাল ছেড়ে দেবে এইসব করে হবেনা দোষীদের শাস্তি দিতে হবে।

Related Articles