রাজ্যের খবর

মহিলার গায়ে ছিটানো হল মদ, প্রতিবাদ জুটল মারধর! রণক্ষেত্র এলাকা  

Woman was thrown with alcohol, protested and beaten up! Battlefield area

Truth Of Bengal: কালীপুজোর শোভা যাত্রায় মুখ থেকে মদ বার করে এক মহিলার গায়ে ছিটানোর অভিযোগ। এই ঘটনায় প্রতিবাদ করতে গেলে মহিলাকে মদের বোতল দিয়েই মারধর করা হয়। এই গোটা ঘটনায় নদিয়ার শান্তিপুর এলাকা রণক্ষেত্রের রূপ নিয়েছে। নির্যাতিতাকে  ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ ও এক স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, শান্তিপুর রেল স্টেশন এবং গোডাউন মাঠের দিক থেকে পরপর তিনটি ঠাকুরের শোভাযাত্রাকাশ্যপপাড়ার দিকে পৌঁছনোর সময়ে সেখান থেকে ওই মহিলার গায়ে মদ ছেটানোর ঘটনা ঘটে। প্রতিবাদ করলে মারধর করা হয় ওই মহিলাকে। এরপরে স্ত্রীকে রক্ষা করতে প্রতিবাদ করেন স্বামীও। এরপরে দু’জনকেই  বেধড়ক মরধর করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়। এই গোটা ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুই সিভিক ভলেন্টিয়র এবং এলাকার যুবকরা ঘটনাস্থলে এসে পৌঁছয়। আক্রান্তদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। অপরদিকে নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতিতার স্বামীর তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় শান্তিপুর থানার পুলিশ নির্যাতিতা সহ স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

Related Articles