রাজ্যের খবর

ক্যানিংয়ে লজে মহিলাকে ধর্ষণ করে খুন, পলাতক অভিযুক্ত

Woman raped and murdered at Canning Lodge, accused absconding

Truth Of Bengal: ক্যানিং বাজার এলাকায় একটি লজে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ওই মহিলাকে তার সঙ্গী লজে নিয়ে আসেন। কিছুক্ষণ পর তিনি লজের কর্মীদের জানান, মহিলাটি অসুস্থ হয়ে পড়েছেন। লজ কর্মীদের সহায়তায় তাকে নিকটবর্তী ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই সকলের অলক্ষ্যে ওই অভিযুক্ত ডাক্তারের চেম্বার থেকে পালিয়ে যান বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার বয়স ৪৭ বছর। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ এবং এসডিপিও রামকুমার মন্ডল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মৃতের দাদা তার সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ও মৃতা পূর্ব পরিচিত ছিলেন। পুলিশ সূত্রে আরো জানা যায়, তারা যে ঘরে ছিলেন সেটি সিল করে দেওয়া হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে অভিযোগ করেছেন, ঐ লজে দেহ ব্যবসা চলে। সেই উদ্দেশ্যেই ওই মহিলাকে এই লজে আনা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles