ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার, আটক ১
Woman dies in horrific road accident, 1 arrested

Truth Of Bengal: আকাশ দাস: রোজ রাতেই ১২ নম্বর জাতীয় সড়কের মধ্যে দিয়ে চলে বাইক রেসিং, এমনই অভিযোগ এলাকাবাসীর। বৃহস্পতিবার রাতেও তেমনই ১২ নম্বর জাতীয় সড়ক ধরে চলে মদ্যপ বাইক রেসারদের তান্ডব। আর সেই তান্ডবের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন অসীমা দাস নামের এক মহিলা।
নিহত মহিলাটি দত্তপুকুর মন্ডলগাছি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, তিনি নোয়াপাড়া এলাকায় তাঁর এক পরিচিতের বাড়িতে যাচ্ছিলেন। সে সময় কয়েকটি বাইক রেস করতে করতে বারাসাত ন’পাড়া কালীবাড়ির প্রাথমিক বিদ্যালয় এর সামনে এসে নিয়ন্ত্রন হারিয়ে ওই মহিলাকে বেগতিক ধক্কা মারে। সেখান থেকে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যায় এলাকাবাসীরা। তবে তাতেও রক্ষা পেল না তাঁর প্রাণ, কর্মরত চিকিৎসকরা অসীমা দাসকে মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ। ঘটনাস্থলে থেকে আহত যুবককেও পুলিশ নিয়ে যায়। এরপরই পুলিশের সঙ্গে ক্ষুব্ধ জনতার বাকবিতণ্ডা শুরু হয়। এরপরই শুরু হয় পুলিশকে ঘিরে বিক্ষোভ। দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে জ্বালিয়ে দিতে চাইছিল এলাকাবাসী। শেষমেষ বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে।