রাজ্যের খবর

নদীয়ায় চলন্ত ইঞ্জিনভ্যান থেকে পড়ে মহিলার মৃত্যু

Nadia incident

The Truth of Bengal: নদীয়ার কৃষ্ণনগর থানার সর ডাঙা এলাকার এক মহিলা কাজ থেকে বাড়ি ফেরার পথে চলন্ত ইঞ্জিনভ্যান থেকে পড়ে মারা গেছেন। মৃত মহিলার নাম রাজু বালা সর্দার, বয়স আনুমানিক ৫৮ বছর।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো গতকাল ওই মহিলা একটি ইঞ্জিন ভ্যানে করে শান্তিপুর থানার বাথান বাথানগাছির রাস্তা দিয়ে কাজ সেরে বাড়ি ফিরছিল। ইঞ্জিনভ্যানে মোট ১৫ থেকে ২০ জন যাত্রী ছিল। হঠাৎই ওই মহিলা চলন্ত ইঞ্জিনভ্যান থেকে রাস্তায় পড়ে যায়। চালক কিছুটা গিয়ে টের পান ওই মহিলা পড়ে গেছে। সাথে সাথেই শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় মহিলার।

শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠায়।পরিবারের সদস্যরা জানান, ওই মহিলা কৃষি জমিতে লেবারের কাজ করতো। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles