গ্যাসের ট্যাঙ্কারের চাকা পিষ্ট হয়ে মৃত্যু মহিলার, শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য
Woman crushed to death by gas tanker in Siliguri

Truth Of Bengal: শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের জুটিয়াকালি মোড়ে গ্যাসের ট্যাঙ্কারের চাকা পিষ্টয় মৃত্যু এক মহিলার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন একটি স্কুটিতে দুই মহিলা জুটিয়াকালি এলাকার এক বেসরকারি নার্সিংহোমে আত্মীয়কে দেখতে যাচ্ছিল। ঠিক সেই সময় পেছন দিক থেকে একটি গ্যাসের ট্যাঙ্কার ধাক্কা মারে এবং মাটিতে লুটিয়ে পড়ে। এর পরই গ্যাসের ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার অপর এক মহিলা আহত হয়।
এই দেখে তরিঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এবং শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।
যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষকে বোঝাতে চাইলেও কোনরকম বুঝতে না চাইলে অবশেষে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। পরবর্তীতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে উত্তর বঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় প্রায় আধঘন্টা শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। অপরদিকে ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ। গোটা ঘটনা তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।