এই নথি না থাকলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার, পরিষ্কার জানিয়ে দিল রাজ্য সরকার
Without this document, Lakshmi Bhandar will not be found, the state government has made it clear

The Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের সুবিধার্থে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, রূপশ্রী এগুলির মতোন বিভিন্ন প্রকল্প চালু করেছেন। সাধারন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ১০০০ টাকা এবং তপশিলি বা উপজাতির মহিলারা ১২০০ টাকা পেয়ে থাকেন। পাড়ায় পাড়ায় ক্যাম্পের মতোন কর্মসূচীর মাধ্যমে মমতা সরকারের প্রকল্পের এই সুবিধাগুলি দেওয়া হয়ে থাকে।
সরকারি অফিসে গিয়ে যারা নিজেদের প্রয়োজনীয় কাজ করাতে পারেন না, এলাকায় থেকেই যাতে সেই সব প্রয়োজনীয় কাজ করিয়ে নিতে পারে সেই কারণেই বছরের নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের জন্য প্রতিটি এলাকায় “পাড়ায় পাড়ায় সমাধান” “দুয়ারে সরকার” এর মতোন ক্যাম্প বসানো হয়।
এই ক্যাম্প থেকে জনসাধারনের প্রয়োজনীয় লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, কৃষকবন্ধু, তপশিলি বন্ধু, জয় জোহার, প্রতিবন্ধী সার্টিফিকেট স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড-সহ আরও যে সমস্ত রাজ্য সরকারের সুবিধা আছে ইত্যাদি নানান কাজ করতে পারেন। এই বছর কবে বসতে চলেছে এই দুয়ারে সরকার ক্যাম্প? লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্প আগস্টের মাঝে অথবা শেষের দিকেই বসবে। সরকারি সুযোগ-সুবিধা নিতে অবশ্যই এই ক্যাম্পগুলিতে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে পারেন। আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড না থাকলে দুয়ারে সরকারের কোনও প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না।