কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী, চিমনি কান্ডের ঘটনার পাঁচ দিনের মধ্যে আর্থিক সাহায্য..
Within five days of the brick kiln chimney incident, the Chief Minister extended financial assistance to the families of the dead and injured workers.

The Truth Of Bengal: কথা দিয়েছিলেন কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ইটভাটা চিমনি কান্ডের ঘটনার পাঁচ দিনের মধ্যে, মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যে পৌঁছে দিলেন মৃত ও আহত শ্রমিক পরিবারের কাছে।
১৩ই ডিসেম্বর বুধবার সন্ধ্যেবেলা উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার বসিরহাট এক নম্বর ব্লকের সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ধলতিথা গ্রামের ইটভাটা চিমনির তলায় আগুন লাগাতেই ১২০ ফুটের লম্বা চিমনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তার তলায় দাঁড়িয়ে থাকা ভাটার মালিক অসিত ঘোষ, ভাটা শ্রমিক হাফিজুল মণ্ডল এদের বাড়ি বসিরহাটের সোলাদানা ও পাইকার ডাঙ্গা গ্রামে, ভিন রাজ্যের তথা উত্তরপ্রদেশের ফজরাবাদের বাসিন্দা, রাকেশ কুমার, জেঠুরাম সহ চারজনের মৃত্যু হয়। আহত হয়েছিল বেশ কয়েকজন, এই খবর ছড়াতেই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, মৃত পরিবার কে সমবেদনা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
একদিকে ভিন রাজ্যের যে দুই শ্রমিকের মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দিয়ে, তার সবরকম প্রশাসনিকভাবে ব্যবস্থা করেন পাশাপাশি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন ঘোষণার পাঁচ দিনের মধ্যে মৃত চার পরিবারের হাতে প্রতিটি পরিবারকে দু লক্ষ টাকা করে আহতদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিলেন উত্তর ২৪ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, বসিরহাটের মহাকুমার শাসক আশীষ কুমার, বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও গোপাল চক্রবর্তী, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক চিকিৎসক সপ্তসি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সরদার সহ প্রশাসনিক আধিকারিকরা।
রাজ্য সরকারের আত্মিক সাহায্য পেয়ে রীতিমতো খুশি মৃত শ্রমিকের পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক চিন্তাভাবনায় রাজ্য সরকার খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই ছবি দেখা গেল বসিরহাটের ইটভাটা কান্ডের মৃত ও আহতদের পাশে থেকে আর্থিক সাহায্য দেওয়ার পর। পাশাপাশি এদিকে আর্থিক সাহায্য পেয়ে ধন্যবাদ দিয়েছে রাজ্য সরকারকে এছাড়াও তারা দাবি করেছেন এটা ষড়যন্ত্রমূলক ঘটনা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
Free Access