বিয়ের ২ দিনের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার দম্পতির
Within 2 days of marriage, the hanging body of the couple was recovered

The Truth Of Bengal : হোটেলের রুম থেকে এক যুবক ও যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে। ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সুত্রের খবর, শনিবার রাতে নলহাটির ১৪ জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি হোটেলের দরজার তালা ভেঙ্গে দু’জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নলহাটি থানার পুলিশ। মৃত যুবকের নাম শুভজিত রবিদাস। তার বাড়ি বীরভূমের পাইকর থানার নন্দীগ্রামে। যুবতীর নাম ডলি রবিদাস। তার বাড়ি মুরারই থানার সদাইপুর গ্রামে। হোটেল সূত্রে জানা গিয়েছে গত ১৯ এপ্রিল ওই যুবক ও যুবতী বিয়ে করে এসে হোটেলে রুম ভাড়া নেন। শনিবার সারাদিন তারা হোটেলের রুম থেকে বের না হওয়ায় পুলিশে খবর দেয়।
এরপর রাত্রি এগারোটা নাগাদ নলহাটি থানার হোটেলে এসে তালা ভেঙ্গে দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের পরিবারের লোকজনেরা জানিয়েছেন, গত ১৮ এপ্রিল বিয়ে বাড়ি যাওয়ার নাম করে বাড়ি ফেরে বের হন শুভজিত রবিদাস। তারপর আর বাড়ি ফেরেননি। শনিবার রাতে নলহাটি থানার পুলিশের কাছ থেকে তারা মৃতদেহ উদ্ধার হওয়ার খবর পান। এদিকে নলহাটি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে।