দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় প্রথম পক্ষের স্ত্রীকে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী
Wife of first party hacked to death for protesting second marriage

Truth Of bengal: দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় প্রথম পক্ষের স্ত্রীকে বাড়ীতে ঢুকে কুপিয়ে খুন করলো স্বামী। আর এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ালো নদীয়ার ধানতলা থানার কুশবেড়িয়ায়। সূত্রের খবর, ধানতলা থানার কুশবেড়িয়া এলাকার বাসিন্দা পেশায় সংগীত শিল্পী সুচিত্রা বিশ্বাস নামের এক মহিলা যখন তার ঘরে বসে সংগীত চর্চা করছিল তখনই তার ওপর চড়াও হয় তার স্বামী।
অভিযোগ, স্বামী হাতে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে দরজায় তালা আটকে ওই স্ত্রীকে কুপিয়ে খুন করে। স্বামীকে ওই ভাবে আসতে দেখে সে তার বাবার বাড়িতে ফোন করলেও শেষ রক্ষা হয়নি। পরে ঘটনাস্থলে মেয়ের বাবার বাড়ির লোকেরা পৌঁছে দরজা ভেঙে দেখেন অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে জামাই, আর খাটের ওপর পড়ে মেয়ের রক্তাক্ত দেহ। মৃতের বাবার বাড়ির পক্ষের অভিযোগ, সম্প্রতি তার জামাই অন্য মেয়ে কে বিয়ে করে অন্যত্র চলে যায়। সেই নিয়ে একটা অশান্তি চলছিল। আর সেই অশান্তির জন্যই এই খুন।
ঘটনায় অভিযুক্ত স্বামী নির্মল দত্ত কে এক ঘণ্টার মধ্যে আটক করেছে পুলিশ। মৃত ওই গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় ধানতলা থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত স্বামীর ফাঁসির দাবি জানিয়েছে মৃত গৃহবধূর বাবা। অন্যদিকে সোমবার অভিযুক্ত স্বামী নির্মল দত্তকে রানাঘাট আদালতে তোলা হয়। যদিও পুলিশের ও প্রাথমিক অনুমান স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির কারণে এই খুন। তবে কি কারনে স্ত্রীকে কুপিয়ে খুন করলো তার তদন্তে ধানতলা থানার পুলিশ।