স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর…
Wife killed by pillow, husband surrendered to midnapore police.

The Truth Of Bengal: গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ।খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলো স্বামী।তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে,ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কাটান এলাকায়। ইতিমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর, খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কাটান এলাকায়।
কাটান গ্রামের বাসিন্দা শ্রীবাস পন্ডিত তার স্ত্রী বাসন্তী পণ্ডিত ,তাদের দুই পুত্র সন্তান রয়েছে। রাতের অন্ধকারে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করে ঘাটাল থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বামী শ্রীবাস। তবে, কি কারনে এই খুন? অভিযুক্তকে এই নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Free Access