গুলি করে মারা হবে নোটিস কেন? ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
Why is there a notice to shoot dead? Chief Minister expresses anger

Truth Of Bengal: ‘হাতির আক্রমণ বাড়ছে’, আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে এদিন তিনি বলেন, আমি নিজেও ছবি তুললাম। আমি যেখানে আছি সেখানকার। আমার গেস্ট হাউজের দেওয়ালে লেখা ট্রেসপেসারদের গুলি করে মারা হবে। এটা আইনত ব্যবস্থা নেওয়া হবে লেখা উচিত। হাতির সংখ্যা বেড়েছে। আমরা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি।
তিনি এর সঙ্গে আরও যুক্ত করেন, আপনারা অনেক সময় কড়া ব্যবস্থা নেন। এতে মানুষ অনেক ক্ষুব্ধ হয়। জনগণেরও তো অরণ্য, জঙ্গল, সবুজের অধিকার আছে। পুজো বন্ধ করে দিলেন হঠাৎ করে। মানুষ আপনাদের চেনে না। মানুষ আমাদের চেনে। আপনাদের ছেড়ে কথা বলব না তাহলে আমরাও। (বন সচিব মনোজ আগরওয়াল জানান, লেখাটা এয়ারফোর্স লিখেছে), আপনাদের আরও সমন্বয় বাড়ানো উচিত। সারাক্ষণ তোমরা আমাকে NGT দেখাবে না? আমার বাড়িতে আমি হোম স্টে করব, তাতে NGT’র কি এসে গেল? আমাদের মতো বন সংরক্ষণ কে করে? বাঘকে খেতে দেয় না। বাঘ চলে আসে। আর বাঘ ধরা পড়ার পরেই বলে, এক্ষুণি ফেরত পাঠাও। এবার বাঘ আসলে বলবে ওদের এসে ধরে নিয়ে যেতে।