সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে গেল চারচাকা গাড়ি
While trying to save the cyclist, the four-wheeler lost control and overturned in the canal

The Trurth Of Bengal,জাহেদ মিস্ত্রী, ভাঙ্গড়: ভাঙ্গড়ে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী হাইওয়ের পাশে থাকা খালে উল্টে গেল চারচাকা গাড়ি এলাকায় চাঞ্চল তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়ের পাগলাহাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার দিক থেকে একটি চারচাকা গাড়ি করে কয়েকজন ঘটকপুকুর এর দিকে যাচ্ছিলেন। সেই সময় পাগলাহাট এলাকার কাছে আসতে না আসতেই এক সাইকেল আরোহী রাস্তার মাজায় চলে আসে আর সেই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী হাইওয়ের পাশে থাকা খালে উল্টে যায় চারচাকা বিলাস বাউল গাড়িটি।
এই ঘটনায় চাঞ্চল ছড়ায় ঘটনার খবর পেয়ে আসে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা এসে খাল থেকে ওই গাড়িটি উদ্ধার করে পাশাপাশি কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। তবে এই ঘটনায় কেউ নিয়ত বা আহত হয়নি বলে জানা গিয়েছে।