কবে মিলবে ন্যায়বিচার? প্রশ্ন তুলে সিবিআইকে ঘিরে বিক্ষোভ নার্সিং স্টাফদের
When will justice be met? Nursing staff protest around CBI by raising questions

Truth Of Bengal: আরজি করে প্রবল বিক্ষোভের মুখে পড়েন সিবিআইয়ের আধিকারিকরা। সিবিআইয়ের আধিকারিকরা তদন্তের প্রয়োজনে গিয়েছিলেন শহরের নামী হাসপাতালে। সেসময় তদন্তকারী আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান নার্সিং স্টাফদের একাংশ। সেসময় প্রতিবাদীরা বলে ওঠেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’। বিচার চাই বলে স্বরগরম করেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, ৯অগাস্ট আরজি করের তরুণী চিকিত্সককে নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে। সেই ঘটনায় ১মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা আন্দোলনে নেমেছে। যারজন্য আরজি করে পরিষেবা ব্যাহত হচ্ছে। সেই ঘটনায় সিবিআই তদন্তে নেমেছে। সিবিআই আধিকারিকরা একাধিকবার আরজি করে গিয়ে তদন্ত করেন। সেখান থেকে নমুনা সংগ্রহ করেন। এমনকি থ্রিডি ম্যাপিংয়ের সাহায্যেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
আর সোমবার সিবিআইয়ের টিম সেই আরজি করে গেলে প্রবল বিক্ষোভের মুখে পড়েন। নার্সিং স্টাফরা প্রশ্ন তোলেন, ১মাস হয়ে গেল, কবে ন্যায়বিচার মিলবে। এমনকি চিকিত্সক নির্যাতন ও হত্যার বিচার চেয়ে এক মহিলাকে কাঁদতেও দেখা যায়।তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, চিকিত্সকের মৃত্যুতে তিনি শোকাহত, বিয়োগ ব্যথা বুকে নিয়েই বিচার চাইছেন।
আন্দোলনকারী নার্সরা একইসঙ্গে প্রশ্ন তোলেন, তদন্তে কতদূর অগ্রগতি হয়েছে? হাসপাতালের মধ্যে এই বিক্ষোভের জেরে চরম অস্বস্তির মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেসময়, কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে তুমুল বিক্ষোভ। বিচারের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের প্রহরায় সিবিআই আধিকারিকরা ঘটনাস্থল ছেড়ে কোনওমতে বেরিয়ে যান।
আন্দোলনকারীরা মনে করছেন, বিচারে বিলম্ব হওয়ায় মানুষের ক্ষোভ বাড়ছে। তাই সাধারণ মানুষ বিচার চেয়ে এভাবে ক্ষোভ উগরে দিচ্ছেন। এই অবস্থায় চাপ বাড়ায় সিবিআই কবে এই আলোড়ন ফেলে দেওয়া মৃত্যুকাণ্ডের কিনারা করে তার দিকে তাকিয়ে চিকিত্সক-নার্সদের মতোই সমাজের সব অংশের মানুষ।