রাজ্যের খবর
Trending

ডেস্টিনেশন যখন অফবিট তখন লিস্টে থাকুক পাহাড়ের কোলে ফুরুন গাঁও

When the destination is offbeat then mountain Michel Furun Gaon should be on the list

The Truth Of Bengal: ভ্রমনপিপাসুরা গুগুলে সার্চ করতে থাকে অফবিট ডেসটিনেশন। দার্জিলিং, ডুয়ার্স এই সব পাহাড়ি উপত্যাকায় ঘুরে ঘুরে পর্যটকরা বোর হয়ে যাওয়ার জোগাড়। ভ্রমণপিপাসুদের কাছে পাহাড় মানেই দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং। পর্যটকেরা এখন বেশি ভালোবাসে নিত্য নতুন জায়গা এক্সপ্লোর করতে। তারা সবসময় চায় নির্জন নিরিবিলি জায়গায় প্রকৃতির কোলে নিজেদের মেলে ধরতে। আর এই রকমই এক অফবিট ডেসটিনেশন হল ফুরুন গাঁও।

কালিম্পং জেলার পেডং এর কাছে অবস্থিত। ফুরুন গাঁওয়ে প্রকৃতি যেন তার সবটুকু উজার করে দিয়েছে। প্রকৃতির সৌন্দর্য তো সব পাহাড়ি ডেসটিনেশনেই পেয়ে যাবেন, কিন্তু ময়ূর দেখার বাড়তি পাওনা কি পাবেন কোথাও গেলে? কোথাও না পেলেও ফুরুন গাঁও আপনাকে দেবে প্রকৃতির সেই বাড়তি স্বাদ। এখানে বেশিরভাগ স্থানীয়রা ভুটিয়া জাতির। তারা কেবল চাষবাস করে জীবিকা নির্বাহ করে।

এখানে গেলে আপনার সকালে ঘুম ভাঙবে বিভিন্ন রকম পাখির আওয়াজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাইরের দিকে আসলেই দেখতে পাবেন একটা নয় একাধিক ময়ূর পেখম তুলে আপনার গা ঘেসে পেড়চ্ছে। যত খুশি মন চাইবে ময়ূরদের সাথে ছবি তুলতে পারবেন।

প্রকৃতি প্রেমীদের জন্য ফুরুন গাঁও একটি সেরা অফবিট ডেসটিনেশন। পাহাড়ের ঢালে ধান, ভুট্টা খেতে সকাল সকাল চলে আসে ময়ূরের দল। সারাবছরই এখানকার আবহাওয়া বেশ মনোরম থাকে। তাই বছরের যে কোন সময় আপনি এখানে ঘুরতে যেতে পারবেন। ফুরুন গাঁও থেকে ঘুরে নিতে পারেন কালিম্পং এর নানা জায়গা যেমন ইচ্ছেগাঁও, রিশিখোলা, রংপো সহ আরও অনেক পাহাড়ি উপত্যাকা। ফুরুন গাঁওয়ে প্রকৃতির স্বাদ নিতে চায়লে আপনাকে প্রথমে যেতে হবে এনজেপি সেখান থেকে আসতে হবে কালিম্পং। আর সেখান থেকে আবারও গাড়ি ভাড়া করে পৌঁছে যান ফুরুন গাঁও। এখানে থাকার জন্য পেয়ে যাবেন সুব্যবিস্থা সম্পন্ন হোমস্টে তাই আর দেরি না করে এই শীতের মরশুমে মিঠে রোদ মেখে বেড়িয়ে পড়ুন ফুরুন গাঁও ভ্রমণে।

Free Access

Related Articles