রাজ্যের খবর

হাতির হানা থেকে বাঁচতে অভিনব কায়দা গ্রামবাসীদের, কী এমন উদ্যোগ নিলেন তারা?

What kind of initiative did the villagers take to save themselves from the attack of elephants?

The Truth Of Bengal : জলপাইগুড়ি : জঙ্গল লাগোয়া এলাকায় প্রায়শই সন্ধ্যা হতেই হাতি চলে আসে। প্রায় প্রতিদিনই লোকালয়ে বাড়ছে হাতির তান্ডব। হাতির হানায় ঘর, বাড়ি, ফসল, দোকানপাট যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি হাতির হানায় মৃত্যু পর্যন্ত হয়েছে। আর হাতির হানা থেকে বাঁচতে এবার অভিনব কায়দা দেখা গেল মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া মাকড়াপাড়াতে। দেখা গেল বেশ কিছু বাড়ি গুনা তার দিয়ে ঘিরে রাখা হয়েছে। আবার তার মধ্যে নীল রঙের প্লাস্টিকের টুকরো ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে হাতি সেইসব বাড়িতে ঢুকছে না বলে জানান বাড়ির সদস্যরা। তারা জানান, যেহেতু জঙ্গল পাশেই তাই প্রতিদিন হাতি আসে। বেশ কয়েকটি বাড়ি ভেঙ্গেও দিয়েছে। হাতির হানা থেকে বাঁচতে আমরা বাড়ির চারপাশে গুনা তার লাগিয়ে তার মধ্যে নীল রঙের প্লাস্টিকের টুকরো ঝুলিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত আমাদের বাড়িতে হাতি ঢুকেনি।
স্থানীয়রা জানান, গুনা তার দূর থেকে দেখা যায় না। কিন্তু তার মধ্যে নীল রঙের প্লাস্টিকের টুকরো ঝুলিয়ে রাখায় দূর থেকে বোঝা যায় ওখানে কিছু আছে। আর এটা দেখে হাতি মনে করে যে সেখানে বিদ্যুতের তার আছে, তাই হাতি সেখানে যায় না। বলা যায় একপ্রকার হাতিকে বোকা বানিয়ে হাতির হানা থেকে নিজেদের ঘরবাড়ি এভাবেই বাঁচিয়ে রেখেছেন সেখানকার বাসিন্দারা।

Related Articles