রাজ্যের খবর

‘Yatri Sathi’ App: অ্যাম্বুলেন্স পেতে আর দালালদের দ্বারস্থ নয়! রাজ্যে প্রথম শুরু হল ‘যাত্রী সাথী’ অ্যাপ পরিষেবা

পশ্চিম বর্ধমান থেকেই রাজ্যে প্রথম শুরু হল এই অভিনব উদ্যোগ।

সনাতন গরাই,দুর্গাপুর: অ্যাম্বুলেন্স পেতে আর দালালদের দ্বারস্থ হতে হবে না রোগীর পরিবারকে। ‘যাত্রী সাথী’ অ্যাপে এখন মিলবে সরকার নির্ধারিত মূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। পশ্চিম বর্ধমান থেকেই রাজ্যে প্রথম শুরু হল এই অভিনব উদ্যোগ।সংকটজনক রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে গিয়ে বহু সময় দালালচক্রের চাঁদাবাজির অভিযোগ উঠেছে। কোথাও মোটা অঙ্কের ভাড়া, কোথাও আবার রোগীর বিপদে সুযোগ নেওয়ার প্রবণতা। সেই অনিয়ম রুখতেই রাজ্য সরকার নিল নতুন পদক্ষেপ।

বৃহস্পতিবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় পরিষেবাটি। প্রথম পর্যায়ে কমিশনারেট এলাকার ১৭০টি অ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে ‘যাত্রী সাথী’ অ্যাপে। এখন থেকে রোগীর অবস্থান অনুযায়ী এক ক্লিকেই পৌঁছে যাবে নিকটতম অ্যাম্বুলেন্স, আর দিতে হবে সরকারের নির্ধারিত ন্যায্য ভাড়া।এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা তারক নায়কের কথায়, ‘ আমার আত্মীয়ের অবস্থা সংকটজনক ছিল। বেসরকারি অ্যাম্বুলেন্সে ভাড়া চাওয়া হচ্ছিল অনেক বেশি। হঠাৎ দেখি ‘যাত্রী সাথী’ অ্যাপে বুকিং পাওয়া যাচ্ছে। সঙ্গে সঙ্গে বুক করলাম, কম খরচে অ্যাম্বুলেন্সও পেলাম। রাজ্য সরকারের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।‘

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (ট্রাফিক-৩) রাজকুমার মালাকার বলেন, রাজ্যের মানুষের পাশে সবসময় রাজ্য প্রশাসন। এই উদ্যোগের ফলে এখন আর রোগীর পরিবারকে দালালদের হাতে পড়তে হবে না। সকাল থেকেই আমরা তৎপর রয়েছি, যাতে কেউ অসুবিধায় না পড়েন।প্রশাসনের দাবি, এই পদক্ষেপের ফলে একদিকে যেমন অ্যাম্বুলেন্স পরিষেবায় স্বচ্ছতা ও সহজলভ্যতা বাড়বে, তেমনি দালালচক্রের দৌরাত্ম্যও কমবে। পশ্চিম বর্ধমান থেকে শুরু হলেও ধীরে ধীরে রাজ্যের অন্যান্য জেলাতেও পরিষেবাটি চালু করার পরিকল্পনা রয়েছে।এই উদ্যোগে আশার আলো দেখছেন সাধারণ মানুষ—‘যাত্রী সাথী’ এখন সত্যিই রোগীর সাথী।

Related Articles