কলকাতারাজ্যের খবর

বাংলায় রেকর্ড পারদ পতন! বড়দিনে আবহাওয়ার বড় আপডেট

এই পরিস্থিতির মধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা কমার এই ধারা আপাতত বজায় থাকবে।

Truth Of Bengal: উৎসবের আমেজে বাড়তি মাত্রা যোগ করল শীত। গত দুই সপ্তাহ ধরে হাড়কাঁপানো ঠান্ডায় কাবু বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পারদ পতন অব্যাহত থাকার পাশাপাশি তিলোত্তমা কলকাতাতেও জাঁকিয়ে শীত পড়েছে। এই পরিস্থিতির মধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা কমার এই ধারা আপাতত বজায় থাকবে।

হাওয়া অফিসের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। বরং শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আজ বড়দিনের পুণ্যলগ্নেও তাপমাত্রার পতন ঘটবে বলে জানানো হয়েছে।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই বঙ্গে শীতের দাপট শুরু হয়েছে। আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহে পারদ ১৩ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা প্রবল। জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

শীতের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল যে পশ্চিমী ঝঞ্ঝা, তা বর্তমানে পুরোপুরি কেটে গিয়েছে। এর ফলে উত্তুরে হাওয়া প্রবেশের পথে আর কোনো বাধা নেই। ঝঞ্ঝামুক্ত আকাশ হওয়ার কারণেই তাপমাত্রার এই দ্রুত পতন ঘটছে বলে মনে করছেন আবহাওয়াবিদগণ।

চলতি সপ্তাহের বুধবার থেকেই পারদ পতন শুরু হয়েছিল। আজ বড়দিনের দিন শহর কলকাতায় জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে উৎসবের দিনটি হিমেল পরশেই কাটবে সাধারণ মানুষের।

Related Articles