কলকাতারাজ্যের খবর

বড়দিনই মরসুমের শীতলতম দিন! জাঁকিয়ে শীতের আমেজ তিলোত্তমায়

উৎসবের মরশুমে সোয়েটার-জ্যাকেটে মুড়েই আনন্দে মেতেছেন শহরবাসী।

Truth Of Bengal: বড়দিনে জাঁকিয়ে শীত রাজ্যে। কলকাতায় বড়দিনে তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমে যেতে পারে। ফলে উৎসবের মরশুমে সোয়েটার-জ্যাকেটে মুড়েই আনন্দে মেতেছেন শহরবাসী।

বড়দিনে ঠান্ডায় জবুথবু রাজ্যবাসী। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা নামল ১৩ ডিগ্রির ঘরে। বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। ফলে বড়দিনই মরসুমের শীতলতম দিন। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে আরও ২-৩ ডিগ্রি পারদপতন হতে পারে। তাতেই বর্ষশেষে জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যজুড়ে।

বড়দিন মরসুমের শীতলতম দিন, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রির ঘরে। বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। আগামী দু’দিনে আরও ২-৩ ডিগ্রি পারদপতন। দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে। বর্ধমানে তাপমাত্রা১০ ডিগ্রি, বাঁকুড়ায় ৯.১, আসানসোলে ১০.৪, মেদিনীপুরে ১২.৬ ডিগ্রি। দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। উত্তরেও চলবে ঠান্ডা ও কুয়াশার দাপট। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি, আলিপুরদুয়ারে ৮ ডিগ্রি, কোচবিহারে ১০.১ ডিগ্রি,  কালিম্পঙে ১০.৫ ডিগ্রি। কুয়াশার সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে।

উত্তুরে হাওয়ার দাপট পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যে। ফলে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রা কমবে। আগামী তিন দিনে আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমবে। তার পরের চার দিনে তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। আপাতত রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সকালের দিকে কুয়াশায় ঢাকবে রাজ্যের বিভিন্ন জেলা। ঘন কুয়াশার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ থেকে ৫০ মিটারে। সব মিলিয়ে বড়দিন থেকে শুরু করে বর্ষশেষ জাঁকিয়ে শীতের মধ্যেই ছুটির মরশুম উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।

Related Articles