রাজ্যের খবর

প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ের রাস্তায় ধস, প্লাবিত একাধিক নদী

প্রাকৃতিক দুর্যোগের কারণে, শিলিগুড়ি থেকে সিকিম-কালিম্পং পৌঁছতে ট্রেনগুলিতে অন্য রুটে পাঠানো হচ্ছে।

The Truth of Bengal: শনিবার রাত থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। তার জেরে জলমগ্ন বেশ কিছু এলাকা। এবং লাগাতার বৃষ্টির জেরে দার্জিলিংয়ের শ্বেতিঝোরাতে ১০ নম্বর জাতীয় সড়কে বড়সড় ধস নামে।

নিম্নচাপের প্রভাবে উত্তবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কাবার্তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। পূর্ব ঘোষণা মতোই প্রবল বৃষ্টির দাপট দেখা গেল মালদহ, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিংলিং, কালিম্পং সহ একাধিক জেলায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে, শিলিগুড়ি থেকে সিকিম-কালিম্পং পৌঁছতে ট্রেনগুলিতে অন্য রুটে পাঠানো হচ্ছে। জলস্তর বেড়েছে ডুয়ার্সের নদীগুলিতেও। আত্রেয়ী নদীতে জল বাড়ায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে বালুরঘাটে।

এ দিকে, বৃষ্টির জেরে শ্বেতিঝোরার রাস্তার একটা বড় অংশ ভেঙে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে গাড়ি চলাচল। অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়িগুলিকে। পুলিশ সূত্রের খবর, শ্বেতিঝোরার রাস্তা ভেঙে তিস্তা নদীতে একটি গাড়ি পড়ে যায়। উদ্ধারকারী দল তিস্তা নদী থেকে দু’জনের মদ্যে একজনকে উদ্ধার করেছে।

অন্যদিকে, ব্যাপক বর্ষণের ফলে দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু রাস্তা বেহাল হয়ে উঠেছে। যাতায়াত করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জল জমেছে। নেতাজি মার্কেটে, চিত্তরঞ্জন মার্কেট সম্পূর্ণ জলমগ্ন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেও জল জমে গিয়েছে।

Related Articles